CM Mamta Banerjee At Nabnna: নবান্নে জরুরি বৈঠকে গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জ্বর ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী উত্তরবঙ্গেও কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সেখানে জেলাশাসক এমনকী পুলিশ সুপারদেরও বিশেষ নজর রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সবাইকে একযোগে যে কোনও বিপর্যয় মোকাবিলার নির্দেশে দেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে ম্যালেরিয়ার প্রকোপ আছে। যেখান এমন রয়েছে, তাদের মশারি দিতে হবে। তিনি বলেন, "আমি সরকারি অনুদান ছাড়াও নিজের উদ্যোগে কয়েক হাজার মশারি পাঠিয়েছি। পুলিশকে দিয়ে অনেক রিলিফের কাজ করেছি এর আগে।" ডেঙ্গি, ম্যালেরিয়া যাতে না বাড়ে, ভাইরাল জিকা হচ্ছে, প্রেগন্যান্ট মাদাররা ব্লাড টেস্ট মাস্ট।
মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত রোগে বেশি এফেক্টেড হলে ডাক্তার দেখিয়ে নিতে হবে। জেলা থেকে কলকাতায় সবাইকে রেফার করার প্রবণতাতেও আপত্তি জানান তিনি। তিনি বলেন, "সবাইকে রেফার না করে, টেলি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করিয়ে নেওয়া যায়। সর্দির ওষুধ, ডায়েরিয়া, ওআরএস ঠিকমতো সরবরাহ করার কথা বলেন তিনি।
এদিকে মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে এক অজানা জ্বরের প্রকোপে আতঙ্ক ছড়িয়েছে। গত দুই থেকে তিন মাস ধরে গ্রামজুড়ে এই জ্বর দেখা দিয়েছে, যার কারণে এলাকাবাসী প্রচণ্ড ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। একদিন বা দুই দিনের জ্বরের পর শরীরে তীব্র যন্ত্রণা, বিশেষ করে হাতে ও পায়ে ব্যথার অভিযোগ করছেন রোগীরা।এখনও পর্যন্ত এই জ্বরের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে প্রায় ৫০ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে, এটি ডেঙ্গি, ম্যালেরিয়া নাকি অন্য কোনও ভাইরাসজনিত জ্বর, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রক্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই সঠিক রোগ নির্ণয় করা সম্ভব হবে।
তবে রাজ্য স্বাস্থ্য দফতর কোনও ঝুঁকি নিতে চায় না । মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি দফতরকে দেখতে নির্দেশ দেন, বর্ষার জল যেন খাবার জলের সঙ্গে মিশে বিষাক্ত না হয়ে যায়, সেদিকে নজর রাখতে। এ থেকে ডায়েরিয়া হয়। যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, পিএএইচই-র জল সেখানে পাঠান। জল জমা হয়েছে যেখানে, পলি জমে আছে, সেগুলি জেলাশাসকদের দেখতে হবে। পুলিশ সুপার, ডিএম-দের একসঙ্গে মিলে রিলিফ ওয়ার্ক করতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি কালীপুজো র সময় কয়েকটা জায়গায় আরও বৃষ্টি হবে বলেও তিনি জানান,
দার্জিলিঙে ন্যাশনাল হাইওয়ে, শিলিগুড়িতে ন্যাশনাল হাইওয়ে খারাপ অবস্থা। সেগুলিকে জরুরি ভিত্তিতে মেরামতির জন্য হাইওয়ে অথরিটির সঙ্গে পূর্ত দফতরকে যোগাযোগ করার নির্দেশ দেন তিনি। যোগাযোগ ব্যবস্থায় কোনও সমস্যা যাতে না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দেন তিনি।