Leopard Attack At Dooars: বাড়ির উঠোন থেকে কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল চিতাবাঘটি। ডুয়ার্সের নাগরাকাটায় ঘটনার পর থেকে আতঙ্কে ছিলেন এলাকাবাসী। হত এক সপ্তাহ ধরে আতঙ্কে কাটার পর অবশেষে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল খুনি চিতাবাঘটি। আপাতত হাঁফ ছেড়ে বাঁচলেও, চিতাবাঘটিকে জঙ্গলে অন্যদিকে ছেড়ে দেওয়ার দাবি উঠছে। কারণ ফের এই এলাকায় চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়দের একটা বড় অংশ।
অবশেষে খাঁচাবন্দী হলো ঘাতক চিতাবাঘ, গত ২০ শে অক্টোবর ডায়না রেঞ্জের দক্ষিন খয়েরকাটা গ্রামের বাড়ির উঠোন থেকে এক বারো বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ যে ঘটনায় মৃত্যু হয়েছিল ছাত্রীটির। এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়েছিল ডায়না জঙ্গল সংলগ্ন দক্ষিন খয়েরবাড়ি এলাকায়।
বনবিভাগের পক্ষ থেকে জঙ্গলের বিভিন্ন এলাকায় ঘাতক চিতা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করতে বসানো হয় ট্র্যাপ ক্যামেরার পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পাতা হয় বাঘ ধরার খাঁচা। সোমবার ভোরের আলো ফুটতেই চিতা বাঘের হুংকার শুনে বন বিভাগের পাতা খাঁচার সামনে ভিড় জমায় গ্রামবাসীরা।
অপরদিকে এই প্রসঙ্গে গরুমারা বন্য প্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, "দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের ঘটনার পরই জঙ্গল সহ আশপাশে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল, সোমবার সকালে যে চিতা বাঘটি খাঁচা বন্দী হয়েছে তার সঙ্গে ট্র্যাপ ক্যামেরায় ওঠা চিতাবাঘের ছবি মিলে যাচ্ছে যে কারনে ঘাতক চিতা বাঘটিকে আটক করা সম্ভব হয়েছে বলে একপ্রকার নিশ্চিত আমরা।"