Fire At Coachbehar Rasmela: রমরমিয়ে চলছে রাসমেলা। কোচবিহারের মেলা ঘিরে ভিড় ও উৎসাহ রয়েছে। তার মধ্যেই শুক্রবার ঘটে গেল ভয়াবহ ঘটনা। রাসমেলার মধ্যেই আগুন লেগে পুড়ে গেল একটি তাঁবু। আশপাশের কয়েকটি দোকানেও তার আঁচ পড়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তা সামলে নেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনের তরফে। তবে মেলার মধ্যে আগুনে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভক্ত ও দর্শকদের মধ্যে এই খবর ছড়ালে অনেকেই মেলামুখী হবেন না বলে আশঙ্কা মেলায় থাকা ব্যবসায়ীদের।
কোচবিহারের রাসমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে রাসমেলা মাঠে রাইডের একটি তাঁবু থেকে হঠাৎই আগুন জ্বলতে দেখেন মেলার অন্যরা। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি পড়ে যায় মেলা চত্বরে। মেলা চত্বরেই দমকলের ক্যাম্প রয়েছে। সেখান থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেই ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। তবুও ওই ক্যাম্পের মধ্যে থাকা সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে। আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়াচ্ছিল, সেই সময় আগুন নিভিয়ে ফেলায় বড় বিপদ এড়ানো গিয়েছে।
কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত তাঁবুর কর্মীদের একাংশের দাবি, ‘এখানে একটি বিদ্যুতের বোর্ড রয়েছে। সেখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।’ আবার অন্য়দের কয়েকজনের দাবি, রান্না চাপানো ছিল। সেখানে গ্যাসের পাইপ খুলে গিয়েই সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। যদিও কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল।
রাসমেলায় কয়েক হাজার দোকানপাট রয়েছে। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয় এই মেলায়। শুধু স্থানীয়রা নয়, আসপাশের জেলা, গোটা রাজ্য, প্রতিবেশি বিহার, ওড়িশা, অসম সহ বাংলাদেশ, নেপাল থেকেও প্রচুর মানুষ এখানে আসেন মেলা উপভোগ করতে। ফলে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে মেলায় স্টল নিয়ে আসা ব্যবসায়ীদের মধ্যে।