scorecardresearch
 

Landslide At Kalimpong: এবার বিকল্প রাস্তাতেও ধস, ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে সিকিম-কালিম্পং

Landslide At Kalimpong: সোমবার ফের নতুন করে ধস নামল কালিম্পংয়ে। পাহাড় থেকে বোল্ডার আছড়ে পড়ল গাড়িতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লিতে। যার জেরে বেশ কিছুক্ষণ এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

Advertisement
বিকল্প রাস্তাতেও ধস, সিকিম-কালিম্পং ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে বিকল্প রাস্তাতেও ধস, সিকিম-কালিম্পং ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে

Landslide At Kalimpong: বৃহস্পতিবার ফের নতুন করে ধস নেমেছ। ফের বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে বিরিকদাড়ায় রাস্তার বড় একটা অংশ ভেঙে পড়ে ভূমিধসে (Landslide)। ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক দিয়ে যান চলাচল। সিকিম এবং কালিম্পংয়ে যাতায়াত চলছিল ঘুরপথে। এবার শুক্রবার ধস নেমে সেই পথও বন্ধ হয়ে গেল।

১০ নম্বর জাতীয় সড়কের পর এবার বন্ধ হয়ে গেল গরুবাথান ও কালিম্পংয়ের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থাও। কালিম্পং জেলা প্রশাসনের তরফে এক নির্দেশিকা জারি করে পান্ডারা-লাভা-আলগারা রুটে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে শিলিগুড়ি এবং কালিম্পংয়ের মধ্যে সড়ক যোগাযোগের ভরসা রেল্লি-সামথার-পানবু রুট। এই রাস্তাটির অবস্থাও টানা বৃষ্টিতে খারাপ হয়ে পড়েছে। যে কোনও সময় বন্ধ হতে পারে এই রাস্তাও। ফলে উদ্বেগে প্রশাসনও। আগে থেকেই বন্ধ রয়েছে পেশক হয়ে দার্জিলিং-কালিম্পংয়ের সড়ক যোগাযোগ। ফলে ক্রমশই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে কালিম্পং।

এদিকে, কবে থেকে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল শুরু হবে, তা স্পষ্ট নয়। গতকাল বিরিকদাড়ায় জাতীয় সড়ক নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ভূমিধসের জেরে। পাহাড়ের উপর থেকে বোল্ডার পড়তে থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা। পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি ছাড়া গতি নেই। কিন্তু বৃষ্টি না থামলে যে পাহাড় কাটার কাজ শুরু করা যাবে না, তা স্পষ্ট করে দিচ্ছেন ইঞ্জিনিয়াররা। আর পাহাড়ে এখনই বৃষ্টি থামার লক্ষ্মণ নেই। ফলে ১০ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে।

আরও পড়ুন

বিপাকে পড়তে হয় এই পথে চলাচলকারীদের। পুলিশের তরফে সমস্ত গাড়িকে গরুবাথান, লাভা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। যেভাবে রাস্তার ভাঙন ধরেছে, তাতে মেরামতি বা নতুনভাবে রাস্তা তৈরি কবে হবে, তা অনিশ্চিত। অর্থাৎ দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি ঘটার সম্ভাবনা কম। প্রসঙ্গত, কিছু বিধিনিষেধ জারি করে চারদিন আগেই রাস্তাটি খুলে দেওয়া হয়েছিল ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway)। তারপরই আবার এই ঘটনা। বৃষ্টির জেরে এমন বিপত্তি বলে প্রশাসনিক কর্তাদের বক্তব্য।

Advertisement

 

Advertisement