scorecardresearch
 

Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘার পিছনে মালগাড়ির ধাক্কা, ঠিক কীভাবে দুর্ঘটনা? জানুন...

সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। শিয়ালদা স্টেশনের দিকে যাওয়ার সময় উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দার্জিলিঙের রাঙ্গাপানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল-উদ্ধারকাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisement
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টের ভয়াবহ ছবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টের ভয়াবহ ছবি
হাইলাইটস
  • 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে যাচ্ছিল।
  • লাইনে সিগনালের অপেক্ষা করছিল যাত্রীবাহি ট্রেনটি।
  • সেই সময় আচমকা ওই লাইনেই একটি মালগাড়ি চলে আসে।

সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। শিয়ালদা স্টেশনের দিকে যাওয়ার সময় উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দার্জিলিঙের রাঙ্গাপানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল-উদ্ধারকাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কীভাবে এই দুর্ঘটনা?

13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশে যাচ্ছিল। সেই সময় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রাঙ্গাপানির কাছে ট্রেনটি দাঁড়ায়। সেখানে লাইনে সিগনালের অপেক্ষা করছিল যাত্রীবাহি ট্রেনটি। সেই সময় আচমকা ওই লাইনেই একটি মালগাড়ি চলে আসে। পিছন থেকে এসে সরাসরি দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়িটি। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ২-৩টি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। একটি বগি মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। প্রায় ২০ ফুট উঁচুতে উঠে যায় কামরার একদিক।

সংবাদমাধ্যমকে ট্রেনের সামনের ও মাঝের কামরার যাত্রীরা জানাচ্ছেন, ট্রেন কিছুটা ধীর গতিতে চলছিল। এরপর লাইনে দাঁড়িয়ে পড়ে। এমন সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি ও শব্দ হয়। আতঙ্কে অনেকেই ট্রেনের কামরা থেকে নেমে পড়ে।

প্রাথমিকভাবে একাধিক তত্ত্ব উঠে আসছে। অনেকে সিগন্যালিং ব্যবস্থায় কোনও সমস্যা ছিল কিনা, তাই নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকে আবার বৃষ্টি-মেঘলা পরিস্থিতির কারণে দৃশ্যমানতা হ্রাসকেও দায়ী করছেন। তবে পুরোটাই তদন্তসাপেক্ষ।

মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে গিয়েছে বগি
মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে গিয়েছে বগি

দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় পরিস্থিতিকে 'গুরুতর' বলে অভিহিত করেছেন।

 

আরও পড়ুন

'দুর্ঘটনায় ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে, ২০-২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি গুরুতর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি পণ্যবাহী ট্রেন ধাক্কা দেওয়ায় ঘটনা ঘটে,' জানান তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনাস্থলে জেলা ম্যাজিস্ট্রেট, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

Advertisement

'দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় এইমাত্র একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে স্তম্ভিত।কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি পণ্য ট্রেন ধাক্কা দিয়েছে বলে জানা গিয়েছে। ডিএম, এসপি, ডাক্তার, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে,' টুইট করেছেন তিনি।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, যে একটি এমার্জেন্সি মেডিকেল টিম দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধার অভিযান চলছে।

হেল্পডেস্ক নম্বর
শিয়ালদহ স্টেশনে একটি বিশেষ হেল্পডেস্কও তৈরি করা হয়েছে। যারা দুর্ঘটনার বিষয়ে তথ্য বা সহায়তা চান তারা হেল্পলাইন নম্বর - 033-23508794 এবং 033-23833326-এ যোগাযোগ করতে পারেন।

যাত্রী এবং তাঁদের পরিবারকে আরও সহায়তা করার জন্য নৈহাটি স্টেশনে একটি অতিরিক্ত হেল্পডেস্ক স্থাপন করা হচ্ছে।
 

Advertisement