scorecardresearch
 

Kalimpong Landslide: কালিম্পঙে ব্যাপক ধস, আবার বন্ধ সিকিমের রাস্তা, অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস

নাগাড়ে বৃষ্টিতে বাংলাতেও বিপর্যয়। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের কালিম্পঙে ধস নামল। বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ফের ধস নামে কালিম্পঙে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা।

Advertisement
কালিম্পঙে ধস। কালিম্পঙে ধস।
হাইলাইটস
  • নাগাড়ে বৃষ্টিতে বাংলাতেও বিপর্যয়।
  • প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের কালিম্পঙে ধস নামল।
  • বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা।

নাগাড়ে বৃষ্টিতে বাংলাতেও বিপর্যয়। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের কালিম্পঙে ধস নামল। বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে ফের ধস নামে কালিম্পঙে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা।

আটকে পড়েছে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে রাতে ও সকালে নতুন করে ধস নামে কালিম্পঙে। তার জেরে ২৯ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

কালিম্পং-শিলিগুড়ি রুটে ব্যাহত যান চলাচল। ধসের জেরে গত একমাস বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং যাওয়ার জাতীয় সড়ক। বৃহস্পতিবার রাস্তা চালু হতে না হতে ফের ধসে যায় একাংশ। যার জেরে সমস্যায় পড়েছেন অনেকে।

আরও পড়ুন

অন্য দিকে, বিপর্যয়েক মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৮ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আলিপুর আরও জানিয়েছে,  শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 
হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়  উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। যার ফলে উত্তাল হবে সমুদ্র। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
 

Advertisement

Advertisement