scorecardresearch
 

Litchi Seeds killed Child: লিচু খেতে গিয়ে গলায় বীজ আটকে মৃত শিশু, মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে

Litchi Seeds killed Child: লিচু খেতে গিয়ে লিচুর বীজ গলায় আটকে মৃত্যু হল আড়াই বছরের খুদে শিশুর। মর্মান্তিক ঘটনাটি  শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির রাজগঞ্জে।

Advertisement
লিচু খেতে গিয়ে বিপত্তি, গলায় বীজ আটকে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের শিশুর লিচু খেতে গিয়ে বিপত্তি, গলায় বীজ আটকে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের শিশুর

Litchi Seeds killed Child: বাড়িতেই লিচুর গাছ। তাতে গোছা গোছা লিচু ধরে আছে। সে লিচু যে সুস্বাদু, তা বোঝা হয়ে গিয়েছিল আড়াই বছরের খুদে শিশুটির। এর আগেও তাকে রসালো সুস্বাদু ফলটির স্বাদ পাওয়ানো হয়েছিল যে। ফলে মাঝে মধ্যে মা-বাবার তত্ত্বাবধানে এক-আধটা লিচু খাওয়া চলত। কিন্তু সেই লিচুই যে বহির্জগত চেনার আগে তাঁর প্রাণ কেড়ে নেবে তা কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল জলপাইগুড়ির ওই পরিবার।

লিচু খেতে গিয়ে লিচুর বীজ গলায় আটকে মৃত্যু হল আড়াই বছরের খুদে শিশুর। ঘটনাটি  শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির রাজগঞ্জে। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ চড়ছে। চড়া গরমে লিচু পেকে রসালো হয়েছিল রাজগঞ্জের আলতাবুর রহমানের। তাঁর বাড়ির লিচু অনেকেই নিয়ে যান। এদিন উঠোনে লিচু গাছের নীচে খেলছিল শিশুটি। সেই সময় গাছ থেকে একটি পাকা লিচু মাটিতে পড়ে। উঠোনে লিচু পড়তে দেখে তা কুড়িয়ে নেয় শিশুটি। লিচুর খোসা ছাড়িয়ে ঠিকঠাক মুখে দিতে পারলেও, বীজটি আলাদা করে আর ফেলতে পারেনি ছোট্ট শিশু। গলায় আটকে যায় লিচুর বীজ। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা আলতাবুল রহমানের আড়াই বছরের শিশু পুত্র সে। বেকায়দায় লিচুটি গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তড়িঘড়ি ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নামে।

আরও পড়ুন

শিশুটির বাবা আলতাবুল জানান, তিনি মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় এমন ঘটনা ঘটে যায়। তাঁর কথায়, এর আগেও একাই লিচু খেয়েছে বছর আড়াইয়ের শিশুটি। কিন্তু এদিন কীভাবে কী হয়ে গেল, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা। 

 

Advertisement

Advertisement