মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছেন যে তারা দুই মহিলাকে তাদের ব্যাগ থেকে মানিব্যাগ করার সন্দেহ করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আরও ১ জনকে খোঁজা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে যে দুই মহিলা আদিবাসী নন, তাঁরা এসসি সম্প্রদায়ের। পুলিশ দাবি করেছে দুই মহিলাকে প্যারেড করানো হয়নি। মালদা পুলিশ জানিয়েছে, ধৃত ৫ জনের সবাই বিজেপি-র সঙ্গে যুক্ত।
এদিকে, ওই ঘটনার ভিডিও টুইট করে সরব হয়েছেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। এর মধ্যেই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেত্রী শশী পাঁজার 'সাফাই' নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মন্ত্রীর ওই বক্তব্য অসংবেদনশীল বলে আক্রমণ শানিয়েছে বিজেপি। মালদার ঘটনা নিয়ে শশী পাঁজা বলেন,'মালদায় বড় হাঠে অনেকে এসেছিলেন। একটা চুরির ঘটনা হয়েছে। দুই মহিলা চোর ছিলেন। পুলিশ গ্রেফতার করতে গিয়েছিলেন। সেই সময় ধস্তাধস্তি হয় মহিলাদের সঙ্গে। সবাই গরিব। ধস্তাধস্তিতে কাপড় সরে যায়। এটাকে রাজনৈতিক চশমায় দেখা ঠিক নয়।'
শশীর এই মন্তব্যকে হাতিয়ার করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন,'মালদায় মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো হয়েছে। সেই ঘটনা নিয়ে অত্যন্ত লজ্জাজনক মন্তব্য করেছেন শশী পাঁজা। যে রাজ্যই হোক না কেন মহিলাদের সুরক্ষা নিয়ে আপোস করা যায় না। অথচ ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে তৃণমূল।'