আজ রাজ্য রাজনীতির ভরকেন্দ্র শিলিগুড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনেই রয়েছেন উত্তরবঙ্গে। বিরোধী দলনেতা আগেই বলেছিলেন উত্তরবঙ্গের প্রতি মুখ্যমন্ত্রীর বঞ্চনা তুলে ধরতেই তাঁর এবারের সফর। এদিন প্রথম থেকেই সেই পথেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এখানকার মানুষ তাঁর শঠতা ধরে ফেলায় রুষ্ট মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত , আজ শিলিগুড়ির সভার মধ্য দিয়ে উত্তরবঙ্গ সফর শেষ করছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজ, ১২ ডিসেম্বরই শিলিগুড়িতে কর্মসূচি রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে চা শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে কনভেনশনে একটি অনুষ্ঠান করে বিজেপি ৷ অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘উত্তর উত্তরণের খোঁজে’৷ তৃণমূলের ‘দুর্নীতি’র অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্রীয় প্রকল্পে উত্তরবঙ্গের ‘বঞ্চিত’ -দের নিয়ে আজই পাল্টা কর্মসূচি নিয়েছিল বিজেপি। এই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরের একাধিক বিধায়ক ও সাংসদরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
আর এই অনুষ্ঠানে শুভেন্দু বলেন, 'উত্তরবঙ্গ অবহেলার শিকার, উত্তরবঙ্গকে হিংসা করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর শঠতা ধরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কেন আসেন? বেড়াতে আসেন, আর ভোটের আগে মিথ্যা কথা বলতে আসেন।' এভাবেই শিলিগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখানেই ফের ডেলো প্রসঙ্গ তুলেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কতবার এসেছেন তার ফিরিস্তি দিতে গিয়েই ডেলো ডেলা প্রসঙ্গ তোলেন। ডেলো ট্যুরিস্ট লজে সদীপ্ত সেন ও গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠক ও সারদা-রোজভ্যালি কাণ্ড উঠে এসেছে শুভেন্দুর কথায়।
শুভন্দু প্রশ্ন করেন উত্তরবঙ্গের উন্নয়নের টাকা কী করল মমতা সরকার। বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়ার কথা আলিপুরদুয়ারে এসে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। এই প্রকল্প কেন্দ্রের বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে চা সুন্দরী ব্যর্থ বলেও অভিযোগ বিরোধী দলনেতার। চা সুন্দরী এখন ১ লক্ষ ২০ হাজার টাকার বাড়িতে পরিণত বলে দাবিও করেন শুভেন্দু।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের উত্তরবঙ্গে সফর পারিবারিক বিয়ের অনুষ্ঠান বলেই কটাক্ষ শুভেন্দুর। পাশাপাশি যে হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর ভাড়া লক্ষাধিক বলেও দাবি বিরোধী দলনেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোটেল ঘরের প্রতিদেনর মূল্যও ৮৪ হাজার বলে দাবি করেন শুভেন্দু। উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজগুলি মোদী সরকারই গড়েছেন বলেও জানান শুভেন্দু।