scorecardresearch
 

Mamata Banerjee On Abhijit Gangopadhyay : 'আমি চাই দেবাংশু ছুটিয়ে বেড়াক প্রাক্তন বিচারপতিকে', অভিজিৎ-কে আক্রমণ মমতার

নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তুফানগঞ্জের সভা থেকে তিনি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুর প্রসঙ্গ আনেন।

Advertisement
mamata banerjee mamata banerjee
হাইলাইটস
  • বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • কোচবিহারের তুফানগঞ্জের সভা থেকে তিনি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুর প্রসঙ্গ আনেন

নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের তুফানগঞ্জের সভা থেকে তিনি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুর প্রসঙ্গ আনেন। জানান, তিনি চান প্রাক্তন বিচারপতিকে ছাত্রনেতা দেবাংশু যেন ছুটিয়ে নিয়ে বেড়ায়। 

তুফানগঞ্জের সভা থেকে ঝাঁঝালো বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রণমণ করেন তিনি। তাঁর কটাক্ষ, বিজেপি যেন ওয়াশিং মেশিন। মমতার কথায়, 'বিজেপি করলে সাতখুন মাফ। এমনকী কোর্টকেও কোনওসময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী বললেন। তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি করে বেড়াচ্ছে। আমি ওর বিরুদ্ধে ছাত্রনেতা দেবাংশুকে প্রার্থী করেছে। আমি চাই দেবাংশু ওকে ছুটিয়ে বেড়াক। আপনি বিচার দিয়ে ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন। অনেক ছাত্র ছাত্রী আজ অসহায়। আজ জনগণ বিচার করবে। এবার আপনার চাকরি খাবে জনগণ। এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত।' 

তুফানগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি বলেন, 'আপনারা বাংলাকে ঘৃণা করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করে রেখেছেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার করছেন।' সিএএ নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। 'আমরা সিএএ, এনআরসি করতে দেব না। সিএএ-তে আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবে। আমার বাবার তো সার্টিফিকেট নেই। আপনাদের কী করে থাকবে।'

শীতলকুচিতে ৪ জনের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে প্রাক্তন আইপিএস অফিসার তথা বর্তমানে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করেন তিনি। বলেন, 'শীতলকুচিতে নির্বাচন চলাকালীন চার জন সংখ্যালঘুকে মারা হয়েছিল, একজন রাজবংশী ভাইকে মারা হয়েছে। যিনি এই নির্দেশ দিয়েছিলেন, তিনি বীরভূমে পালিয়ে গিয়েছেন, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে ভিজিলেন্স কেস রয়েছে।'

আয়ুষ্মান ভারত কেন রাজ্য সরকার চালু করছে না তাও জানান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, '৫০ শতাংশ টাকা রাজ্যকেই দিতে হয় এই প্রকল্পে। ওদের প্রকল্পে যাদের বাড়ি একটা বাইক আছে, যার মাথায় ছাদ রয়েছে, তারা কেউই পাবে না। আমরা দয়া চাই না। আমরা চাই সব পরিবার পাক। স্বাস্থ্য সাথীতে তাই পেয়েছে।' 

Advertisement

প্রসঙ্গত, গত ৩১ মার্চ থেকে প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ থাকার কারণে তাঁর প্রচারে নামতে দেরি হয়। রাজ্যে প্রথম দফার ভোট আগামী ১৯ এপ্রিল। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে। তাই এখন উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মাথাভাঙায় সভা করেন তিনি। আজ শুক্রবার সভা করেন তুফানগঞ্জে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীও সভা করে যান কোচবিহারে। 

 

Advertisement