চোখের সামনে কাঞ্চনজঙ্ঘার ‘ঘুমন্ত বুদ্ধ’ দেখার লোভ রয়েছে সকলেরই। দার্জিলিং, কার্শিয়াঙের মতো শহর টপকে আরও উঁচুতে যাওয়ার হাতছানি পর্যটকদের কাছে। গত কয়েক বছরে সান্দাকফু ভ্রমণের জন্য পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেকটাই। তবে, কিছু ক্ষেত্রে সঠিক শারীরিক সক্ষমতা না নিয়েই সান্দাকফু যাচ্ছেন অনেকেই। অসুস্থ হচ্ছেন অনেক পর্যটক। গত সপ্তাহেই দার্জিলিং থেকে সান্দাকফুর পথে বেড়াতে যাওয়ার সময় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। সম্প্রতি এমন ভাবে ট্রেক করতে গিয়ে কয়েক জনের মৃত্যুর পরে এবার পর্যটকদের ফিটনেস টেস্ট করার ব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন।
প্রায় ১১ হাজার ৯৩০ ফুট (৩৬৩৬ মিটার) উঁচুতে ওঠার জন্য ভিড় বাড়ছে পর্যটকদের। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে উঁচু-নিচু পথ পেরিয়ে সান্দাকফু যাওয়ার ঝোঁক রয়েছে কম বয়সী থেকে মধ্যবয়স্ক সকল পর্যটকদের মধ্যেই। তবে, গত কয়েকদিনে পাহাড়ে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বহু পর্যটকের। ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে জিটিএ কর্তৃপক্ষ। তাই এবার সান্দাকফু ঘোরা বা ‘ট্রেক’ করার জন্য ‘মেডিক্যাল সার্টিফিকেট’ বাধ্যতামূলক করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। সরকারি সূত্রের খবর, রাজ্যের অনুমোদনের পরে জেলা প্রশাসন এবং জিটিএ যৌথ ভাবে সান্দাকফুর জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে। কয়েক দিনের মধ্যেই জেলাশাসক প্রীতি গোয়েল সেটি ঘোষণা করবেন বলে প্রশাসন সূত্রের দাবি। বিষয়টি নিয়ে মহকুমাশাসক (দার্জিলিং সদর) রিচার্ড লেপচা জানিয়েছেন, “জেলাশাসক নতুন নির্দেশিকা ঘোষণা করবেন। এ বার থেকে পর্যটক বা ট্রেকারদের কথা মাথায় রেখে কিছু নিয়ম চালু হচ্ছে। তাদের মধ্যে প্রধান হল মেডিক্যাল সার্টিফিকেট।”
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাহাড়ে বেশি উচ্চতায় উঠলে আবহাওয়ার তারতম্য ঘটে। সেক্ষেত্রে অনেকেরই, মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা হতে পারে। হৃদযন্ত্রের সমস্যা হাওয়ারও সমস্যা রয়েছে। শরীরে নানারকম উপসর্গ বা সমস্যা দিতে পারে। সেই কারণে, অত উচ্চতায় উঠে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। বিগত দিনে এরকম একাধিক উদাহরণ দেখা গিয়েছে। সেক্ষেত্রে অসুস্থ পর্যটকদের দ্রুত গাড়ি করে নিচে নামিয়ে এনে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে এক্ষেত্রে পর্যটকদেরও সচেতন হওয়ার ব্যাপারে উপদেশ দেওয়া হচ্ছে। ঘুরতে যাওয়ার আনন্দ শারীরিক অসুস্থতার কারণে যাতে মাটি না হয়, সেই কারণেই এবার ফিটনেস টেস্ট করার পথে এগোচ্ছে দার্জিলিং প্রশাসন।
ট্রেকিং পারমিট পেতে হলে পর্যটকদের সঠিক স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট জমা দিতে হবে। যদি কোনও পর্যটকের স্বাস্থ্য নিয়ে সংশয় দেখা দেয়, তাহলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করিয়ে নেওয়া বাধ্যতামূলক হতে পারে। সান্দাকফু ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, শ্বাসকষ্ট, বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই উচ্চতায় যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। পর্যটকদের ধীরে ধীরে শরীরকে মানিয়ে নেওয়া প্রয়োজন। লাদাখে যেমন নিয়ম মেনে ধাপে ধাপে যাওয়া বাধ্যতামূলক, তেমনই সান্দাকফুতেও এই নিয়ম চালু করার প্রয়োজন ছিল। পর্যটন সংস্থাগুলি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’-এর সম্পাদক সম্রাট সান্যাল সংবাদমাধ্যমকে বলেন, “অ্যাডভেঞ্চার পর্যটনে কড়া নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। সান্দাকফু অঞ্চলে দ্রুত এই নিয়ম কার্যকর হওয়া প্রয়োজন।”