মালদায় মর্মান্তিক ঘটনা। বাজ পড়ে মৃত্যু হল ৭ জনের। আহত একাধিক। মৃতদেহগুলিকে আনা হয়েছে মালদা মেডিক্যাল কলেজে। বাজ পড়ে গুরুতর আহত কালিয়াচকে বাঙিটোলা স্কুলের কয়েকজন ছাত্র-ছাত্রীও।
বর্ষা আগেই ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশে বৃষ্টিপাত চলছে। এরই মধ্যে বাজ পড়ার ঘটনাও ঘটছে আখছার। সাধারণত দেখা যায়, ভাদ্র মাসে বাজ পড়ার ঘটনা বাড়ে। কিন্তু এবারে আষাঢ় মাসেই একাধিক জায়গায় বাজ পড়ার ঘটনা ঘটছে।
মালদায় ৭ জনের মৃত্যু
পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে একদিনে বাজ পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম, মৃতদের নাম কৃষ্ণ চৌধুরী(৫২)। বাড়ি মালদা থানার মুচিয়া গ্রামে। নজরুল শেখ(৩৩)।বাড়ি মোথাবাড়ি থানার বাবল পাঠানপাড়া। কালিয়াচক এলাকায় উম্মে কুলসুম (৬)। বাড়ি কালিয়াচক থানার শেরশাহি মারুপুরে। দেবশ্রী মণ্ডল (২৭), বাড়ি কালিয়াচক ৩ ব্লকে। সমিত মণ্ডল (১০), বাড়ি কালিয়াচক ২নম্বর ব্লকে। রবিজান বিবি (৫৪), বাড়ি কালিয়াচক ২ ব্লকে ও এশা সরকার (৮), বাড়ি কালিয়াচক ২ নম্বর ব্লকে।
একাধিক স্কুল পড়ুয়া আহত
এছাড়াও কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙিটোলা এলাকার একটি হাইস্কুলের ৭ জন পড়ুয়া বজ্রবিদ্যুত্ আহত। তারা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। সময় কৃষ্ণ চৌধুরী ও নজরুল শেখ দুই জন পৃথক জায়গায় আম বাগান পরিচর্যা করছিলেন। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে বাজ পড়ে আহত হন তাঁরা। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পাশাপাশি বাঙিটোলা স্কুলে টিফিন টাইম চলছিল। সেই সময় বাজ পড়ে ৭ পড়ুয়া জখম হয়। তারা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে এমনিতেই ভারী বৃষ্টি চলছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হয়েছে। ২১ ও ২২ জুন উত্তরবঙ্গে রেড অ্য়ালার্ট জারি করেছে হাওয়া অফিস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে লাল সতর্কতা থাকবে। নদীতে জলস্তর বাড়ছে। নীচু জায়গায় জল উঠে যাচ্ছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ধসের সম্ভাবনা রয়েছে। ২২ জুনের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গে ২২-২৩ জুন একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একটু কমবে।