scorecardresearch
 

Darjeeling Kalimpong Strike: শনিবার ২৪ ঘন্টার দার্জিলিং-কালিম্পং বনধের ডাক, শামিল মোর্চা-হামরো সহ একাধিক দল

Darjeeling Kalimpong Strike: এবার শিলিগুড়ির পর পাহাড়েও আলাদা করে বনধের ডাক। শিলিগুড়ির মাটিগাড়ায় ছাত্রী খুনের ঘটনায় এবার ২৪ ঘণ্টার পাহাড় বনধের ডাক দিল পাহাড়ের রাজনৈতিক দলগুলি। শনিবার বনধের ডাক দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই বনধ ডেকেছে বিমল গুরুং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম), কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্ট (সিপিআরএম) এবং অজয় এডওয়ার্ডসের নেতৃত্বাধীন হামরো পার্টি।

Advertisement
শনিবার ২৪ ঘন্টার দার্জিলিং-কালিম্পং বনধের ডাক, শামিল মোর্চা-হামরো সহ একাধিক দল শনিবার ২৪ ঘন্টার দার্জিলিং-কালিম্পং বনধের ডাক, শামিল মোর্চা-হামরো সহ একাধিক দল
হাইলাইটস
  • শনিবার ২৪ ঘন্টার দার্জিলিং-কালিম্পং বনধের ডাক
  • শামিল মোর্চা-হামরো সহ একাধিক দল

Darjeeling Kalimpong Strike: বৃহস্পতিবার শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বনধে ভালই প্রভাব পড়ে। শিলিগুড়ির মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে স্কুল খেকে ফেরার সময় মাথা থেঁতলে খুন করা হয়েছিল। সেই প্রতিবাদে পথে নামে বিভিন্ন সংগঠন ও সংস্থা। তারপরই খুনিকে ধরার দাবিতে বনধ ডাকে হিন্দু পরিষদ।

এবার শিলিগুড়ির পর পাহাড়েও আলাদা করে বনধের ডাক। শিলিগুড়ির মাটিগাড়ায় ছাত্রী খুনের ঘটনায় এবার ২৪ ঘণ্টার পাহাড় বনধের ডাক দিল পাহাড়ের রাজনৈতিক দলগুলি। শনিবার বনধের ডাক দেওয়া হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এই বনধ ডেকেছে বিমল গুরুং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম), কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্ট (সিপিআরএম) এবং অজয় এডওয়ার্ডসের নেতৃত্বাধীন হামরো পার্টি।

শিলিগুড়ির মাটিগাড়ায় ১৭ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় বুধবার উত্তপ্ত হয়েছিল শিলিগুড়ি। সেই ঘটনার আঁচ পড়ে পাহাড়েও। উত্তপ্ত হয় পাহাড়ের পরিস্থিতিও। ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টার শিলিগুড়ি বনধের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। যদিও ওই বনধের বিরোধিতা করে তৃণমূল। শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বনধের ব্যপক প্রভাব পড়ে। একই ইস্যুতে শনিবার পাহাড়ে ২৪ ঘন্টার বনধ ডেকেছে বিমল গুরুং-এর নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম), কমিউনিস্ট পার্টি অফ রেভল্যুশনারি মার্কসিস্ট (সিপিআরএম) এবং অজয় এডওয়ার্ডসের নেতৃত্বাধীন হামরো পার্টি। একই ইস্যুতে শনিবার ১২ ঘণ্টার বনধের ডাক দেয় গোর্খা সেবা সেনা নামে নতুন একটি দল। দার্জিলিং শহরের বেশ কয়েকটি অরাজনৈতিক সংগঠনও শনিবার সন্ধ্যায় একটি সমাবেশের ডাক দিয়েছে।

আরও পড়ুন

 

Advertisement