scorecardresearch
 

একেক দিন একেক রঙের টোটো চলবে, যান নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ রায়গঞ্জে

পুরসভার তরফে যে ফ্লেক্স টাঙানো হয়েছে তাতে দেখা গিয়েছে, শুধুমাত্র শনিবার করে রায়গঞ্জ শহরে সবুজ ও নীল উভয় রংয়েরই টোটো চলাচল করবে।

Advertisement
একেক দিন একেক রঙের টোটো চলবে, যান নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ রায়গঞ্জে একেক দিন একেক রঙের টোটো চলবে, যান নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ রায়গঞ্জে

প্রতি সোম, বুধ ও শুক্র এই তিন দিন শহরে চলবে সবুজ রংয়ের টোটো। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার চলবে নীল রংয়ের টোটো। ২০২৫ এর শুরু থেকেই বছরের শুরু থেকেই নতুন পদ্ধতিতে টোটো চলাচল শুরু হবে রায়গঞ্জ শহরে। ইতিমধ্যে পুরসভার তরফে শহরের বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত ফ্লেক্সও টাঙানো হয়েছে। নতুন বছরের শুরু থেকে গ্রাম থেকে টোটো শহরে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

পুরসভার তরফে যে ফ্লেক্স টাঙানো হয়েছে তাতে দেখা গিয়েছে, শুধুমাত্র শনিবার করে রায়গঞ্জ শহরে সবুজ ও নীল উভয় রংয়েরই টোটো চলাচল করবে। এই শর্তগুলো লঙ্ঘন হলে পুরসভা টোটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে। টোটোর কারণেই মূলত শহরের যানজট। তবে রাত দশটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত উভয় রংয়ের টোটো চলাচলে কোনও বিধিনিষেধ নেই বলে জানা গিয়েছে।

তবে টোটো করে রোগী এবং ছাত্রছাত্রীদের গ্রাম থেকে শহরে আনার ব্যাপারে  ‘ছাড়’ রয়েছে বলে আশ্বস্ত করেছে রায়গঞ্জ পুরসভা। রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, ‘গ্রামের কেউ অসুস্থ হলে বা গ্রাম থেকে ছাত্রছাত্রী টোটোতে আসার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না। ট্রাফিক প্রশাসন সেই টোটোগুলোকে শনাক্ত করে তবেই শহরে ঢুকতে দেবে।’

পুরসভার তরফে অনেকদিন ধরেই শহরের টোটো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। অবশেষে তা সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

TAGS:
Advertisement