চা বাগানেই চোখ মেলল ছোট্ট শাবক। আগলে রাখলেন চা বাগানের শ্রমিক-বনকর্মীরা। এমনই ঘটনার সাক্ষী রইল আলিপুরদুয়ারের বীরপাড়া চা বাগান। জলপাইগুড়ি বনবিভাগ সূত্রে খবর, খবরের সন্ধানে এক দল বুনো হাতি বীরপাড়া চা বাগানে এলাকায় প্রবেশ করে। খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা হাতির দলকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিলেও, রয়ে যায় সন্তানসম্ভবা মা হাতি। এরপর সেই চা বাগানেই জন্ম দেয় ছোট হাতি শাবকের। আপাতত ওই হাতি ও শাবকটির ওপর সর্বক্ষণ নজর রাখছেন বনকর্মী, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।