দীর্ঘ প্রায় আট মাস পর তিস্তায় ফিরল বোরোলি। প্রতি বছর বর্ষা এলেই তিস্তায় উঠে আসে সুস্বাদু বোরোলি মাছ। শীতের আগে পর্যন্ত ভালো মাত্রায় দেখা মেলে এই মাছের। উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় মাছ এই বোরোলি। উত্তরবঙ্গবাসী তো বটেই, পাশাপাশি এখানে ঘুরতে আসা বাঙালি পর্যটকেরাও এই মাছের স্বাদে মুগ্ধ। গতবছরের সিকিমের বন্যায় ঘোলা জলে বিষক্রিয়ায় আর পলিতে চাপা পরে তিস্তায় সব মাছ মরে গিয়েছিল। অনেকে ভেবেছিলেন আর হয়তো কোনদিন তিস্তায় বোরোলি মাছ পাওয়া যাবে না। গত একমাস ধরে বর্ষায় তিস্তার জল সমানে বাড়ছে । এখন জল কিছুটা কমতেই ফের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বোরোলি মাছ।