দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে বাঁচলেন তিনি। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাঝ আকাশে হঠাতই আকাশ কালো করে আসে। শুরু হয় বৃষ্টি । এরপরই আর কোনও ঝুঁকি না নিয়ে সেবক এয়ারবেসে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে নিয়ে আসেন তিনি। মুখ্যমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে সভা ছিল মমতার। দুপুর 1 টা নাগাদ সভা শেষ হওয়ার পর ক্রান্তি থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। বাগডোগরায় নেমে সেখান থেকে কলকাতার বিমান ধরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ক্রান্তি থেকে বাগডোগরা যেতে 11 মিনিট মতো সময় লাগার কথা।
CM Mamata Banerjee had to do emergency landing due to bad weather at Sevoke airbase