বিশাল ড্রাগন উড়তে উড়তে সোজা গোঁত্তা মারল শিলিগুড়ির মাটিতে। ভাবুন একবার কী অবস্থা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আসলে একটি মেলায় জয় রাইড চলাকালীন আচমকাই লাইনচ্যুত হয়ে ভেঙে পড়ে চলন্ত ড্রাগন ট্রেন। রবিবার, ১১ অগাস্ট ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া মেডিক্যাল মোড় সংলগ্ন সুশ্রুত নগর এলাকায়। জানা গিয়েছে, লাইনচ্যুত হয়ে মাটিতে ছিটকে পড়ে ট্রেনের কয়েকটি বগি। যার জেরে জয় রাইডে সওয়ার হওয়া ক্ষুদে থেকে শুরু করে বড় সব মিলিয়ে পাঁচজন আহত হয়। এই ঘটনার পর রীতিমতো এর দায় কার তা নিয়ে পড়তে শুরু করেছে নানা প্রশ্ন।
Dragon Train Joy Ride Accident In Siliguri