বিরল প্রজাতির সাপের কামড়ে আতঙ্ক ছড়ালো ধুপগুড়িতে! সাপকে চিনতে না পেরে সাপ নিয়ে সটান হাসপাতালে হাজির হলেন আক্রান্ত হলেন যুবক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি হাসপাতাল চত্বরে। ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া অঞ্চলের বিশ্বনাথ মণ্ডল নামে ওই যুবক রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে রাস্তার ধারে বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় হঠাতই তিনি অনুভব করেন তাঁর ডান পায়ে কিছু একটা কামড়েছে। এদিক-ওদিক খোঁজাখুঁজির পর অবশেষে পাড়ার লোককে ডাকাডাকি শুরু করেন তিনি । তাঁরা এসে দেখেন তাঁর ডান পায়ে আঘাতের চিহ্ন এবং পাশেই একটি বিরল প্রজাতির সাপ রয়েছে। এরপর তাঁর ডান পায়ের আঘাতের চিহ্নের ঠিক উপরে গামছা দিয়ে বেঁধে তাঁকে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। যদিও প্রথমে বাসিন্দারা ওই সাপটিকে দেখে মনে করেন দারাশ সাপ, কিন্তু সাপটি অনেকটা দারাশ সাপের মতো মাথা থাকলেও গোটা শরীরটা "কালাচ" সাপের মতো দেখতে। যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এদিকে সেই সাপ নিয়ে হাসপাতালে গেলেও হাসপাতালে চিকিৎসকরা সেই সাপটিকে চিনতে না পারায় স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয়। অন্যদিকে নেট দুনিয়ায় সার্চ করার পরেও সেই সাপ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর আপাতত স্থিতিশীল রয়েছেন ওই যুবক।
Jalpaiguri Snake Bites.