যত দিন যাচ্ছে উত্তরবঙ্গ বিশেষ করে পাহাড়ের পরিস্থিতি খারাপ হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ধস নামছে। এবার সেবকে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেবক (Sevok) পাহাড়ে ধস নেমে সোমবার সকালে বেশ কিছুক্ষণ ডুয়ার্স-শিলিগুড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রইল। রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ গণেশঝোড়ার কাছে বিশাল গাছ সহ ধস(Landslide) নামে। ফলে এই পথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধসের জেরে রাস্তার দুপাশে যথারীতি অসংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে এনএইচ ৯ নম্বর ডিভিশনের একদল কর্মী আর্থমুভার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ধস সরিয়ে পুনরায় রাস্তাটি খুলে দেওয়ার কাজে নেমে পড়েন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়।