scorecardresearch
 
Advertisement

North Dinajpur Flood News: BSFএর চালে অসহায় গরিবের চাষের জমি গিলে খাচ্ছে বৃষ্টি! সবই শেষ?

North Dinajpur Flood News: BSFএর চালে অসহায় গরিবের চাষের জমি গিলে খাচ্ছে বৃষ্টি! সবই শেষ?

টানা বৃষ্টিতে বানভাসি এলাকা। যেদিকেই চোখ যাচ্ছে শুধুই থইথই করছে জল। আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে চাষের ফসল। অতিবৃষ্টিতে কপাল পুড়েছে চাষির। জেলায় জেলায় বন্যায় পাট তো বটেই, লক্ষ লক্ষ হেক্টরে মরশুমি সবজিও শুয়ে পড়েছে। BSF জল পাস করার প্রধান কাটভাটের মুখে বন্ধ করে দিয়েছে। আর তাতেই বানভাসি অবস্থা। এই অবস্থায় কী করবে ভেবে কূল কিনারা পাচ্ছেন না চাষিরা। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে বানভাসি অবস্থা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে। সেখানকার রাধিকাপুর অঞ্চলের গোটগাও, উদগ্রাম, রাধিকাপুর এলাকার কয়েকশো বিঘা জমি একেবারে জলমগ্ন। ফলে চরম সমস্যায় পড়েছে সীমান্তবর্তী এলাকার চাষিরা।

North Dinajpur Flood News

Advertisement