হরপা বানে লন্ডভন্ড হয়ে গিয়েছে সিকিম। ভেসে গিয়েছে সেনা ছাউনি। আর সেনা ছাউনিতে যে সমস্ত অস্ত্রসস্ত্র ছিল তাও জলে তলিয়ে গিয়েছে। আর তা তিস্তার জলে ভাসছে। সেইরকমই তিস্তায় ভেসে এসেছিল একাধিক মর্টার শেল। আর তা কুড়োতে গিয়ে হঠাৎ বুম। বেঘরে প্রাণ গেল দুজনের। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্ৰাম পঞ্চায়েতের চাতড়া পাড়া এলাকায়। মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত সিকিম। বুধবার গোটা দিন জুড়ে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। ভেসে গিয়েছে প্রচুর সেনা ছাউনি। সেই রকমই কোনও সেনা ছাউনির মর্টার শেল ভেসে এসেছিল তিস্তার জলে।
One Person Lost Life After An Army Mortar Shell Exploded Floating In Teesta Water