scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: 'ভয় দেখালে আমাদের জানান', কোচবিহারের সভা থেকে BSF-কে নিশানা মমতার

Mamata Banerjee: 'ভয় দেখালে আমাদের জানান', কোচবিহারের সভা থেকে BSF-কে নিশানা মমতার

বিএসএফকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কোচবিহারের সভা থেকে তিনি বলেন, তাঁর কাছে খবর আছে সীমান্ত এলাকায় ভয় দেখাতে পারে বিএসএফ। এমন কিছু ঘটলে অভিযোগ জানাতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বাস দিয়ে জানান, তৃণমূল স্বজনহারাদের পাশে আছে। কোচবিহারের সভা থেকে বিএসএফকে নিশানা করে, বলেন গুলি করাটা যেন বিএসএফের অধিকারের পর্যায়ে পড়ে গেছে। কোচবিহারে গুলি করে মেরেছে। শীতলকুচিতে ৪ জনকে গুলি করে মরেছে। খবর আছে, পঞ্চায়েত ভোটে ভয় দেখাতে পারে। ভয় পাবেন না। ভয় দেখালে আমাদের জানান। তিনি বলেন মনে রাখবেন আইন-শৃঙ্খলা রাজ্যের হাতে। ওরা কিছু করতে পারবে না।

Advertisement