scorecardresearch
 
Advertisement

Sikkim Flush Flood Cause: মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের 'ভিলেন' সিকিমের সেই লেক, দেখুন

Sikkim Flush Flood Cause: মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের 'ভিলেন' সিকিমের সেই লেক, দেখুন

এই ভিডিওটি সেই জায়গার, যেখানে তিস্তা নদীর মূল স্রোতের সঙ্গে জল এসে মিশেছিল। সেই লোনক লেক এখন বরফাবৃত। সিকিমে তাণ্ডবের মূলে এই লেক। এই লেকের জলেই বাষ্প হয়ে মেঘভাঙা বৃষ্টি। তার জেরে সিকিমে হড়পা বান। মুগুথান লোনাক লেক একটি তৃণভূমি, যেখানে স্থানীয় লোকেরা ইয়াক এবং টাট্টুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। ঠিক কী ঘটেছিল, সেদিন? দেখুন।

Advertisement