scorecardresearch
 
Advertisement

Siliguri Accident: মর্মান্তিক! ঝড়-বৃষ্টি ছাড়াই রাস্তার উপর ভাঙল গাছ, মৃত্যুর মুখ থেকে ফিরল ২

Siliguri Accident: মর্মান্তিক! ঝড়-বৃষ্টি ছাড়াই রাস্তার উপর ভাঙল গাছ, মৃত্যুর মুখ থেকে ফিরল ২

ঝড়-বৃষ্টি ছাড়া আচমকাই শিলিগুড়ির ব্যস্ততম রাস্তা সেবক রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি গাছ। গাছের আাঘাতে আহত হলেন একজন মহিলা সহ এক টোটোচালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শিলিগুড়ির সেবক রোডের ডনবস্কো মোড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাছটি ভাঙার সময় গাছের নিচে ছিল একটি টোটো এবং রাস্তায় দিয়ে এক মহিলা স্কুটি নিয়ে যাচ্ছিল। ঘটনায় দুজনেই আহত হয়েছেন। টোটোটি দুমড়ে গেছে। দেখুন সেই গাছ ভেঙে পড়ার ভিডিও।

Advertisement