scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS : ছক ভেঙে মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহিত, দেখুন

মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 1/7

পুজো, পুরুষ পুরোহিতরাই করে থাকেন। এটাই রীতি-প্রথা। কিন্তু, মহিলারাই বা কম যান কীসে? তাঁরা বাড়িতে নিত্যদিন পুজো করলে, একজন পুরুষ পুরোহিতের মতো পুজো করতে পারবেন না কেন? নিশ্চয় পারবেন। 

মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 2/7

তার প্রমাণ দিলেন ৪ মহিলা পুরোহিত। ছক ভেঙে তাঁরা মনসার পুজো করলেন। ঘটনা নদিয়ার কল্যাণীর। 

মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 3/7

চাকদহ কলেজের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপিকা মুক্তি সেন ভাওয়াল। তাঁর বাড়িতে ৩ দশকেরও বেশি সময় ধরে মনসা পুজো হয়ে আসছে। প্রতিবারই পুরুষ পুরোহিত পুজো করেন। তবে এবার ব্যতিক্রম। 

Advertisement
মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 4/7

কল্যাণী আদালতের আইনজীবী রাখি ভট্টাচার্য নদীয়া জেলায় মহিলা পুরোহিত দল গঠন করেছেন। আর সেই পুরোহিত দলের প্রধান রাখীদেবীও উপস্থিত ছিলেন মুক্তি সেন ভাওয়ালের বাড়ির মনসা পুজোয়। তিনিও পুরোহিতের দায়িত্ব সামলান। 

মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 5/7

সঙ্গে ছিলেন আরও ৩ মহিলা পুরোহিত। রীতিমতো মাইক্রোফোন লাগিয়ে, মন্ত্র উচ্চারণ করে পুজো করেন তাঁরা। 

মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 6/7

রাখি ভট্টাচার্য বলেন, 'ছোটো থেকেই দেখে আসছি মহিলারা বাড়ির পুজো করেন। বাড়ির বাইরের পুজো বা মণ্ডপের পুজো পুরুষ পুরোহিতদের দিয়ে করানো হয়। এতে আমার আপত্তি ছিল। তাই এখন আমরা মহিলাদের নিয়ে পুরোহিত দল তৈরি করেছি। আর আজ থেকেই তার যাত্রা শুরু হল।' 

মনসা পুজো করলেন ৪ মহিলা পুরোহি
  • 7/7

রাখিদেবী আরও জানান, এই বছর একটি দুর্গাপুজা করার ডাকও পেয়েছেন তাঁরা। এদিকে মহিলা পুরোহিতদের পুজো দেখতে বেশ ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। 

Advertisement