একদিকে ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে, আর সেই নিম্নচাপ কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (weather office)।
এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। যার ফলে উত্তরবঙ্গর পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস বলছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছেই নিম্নচাপ তৈরি হচ্ছে।
অন্যদিকে শক্তিশালী দক্ষিণাবায়ু উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে থাকবে আগামী ১৯ অগাস্ট পর্যন্ত। যার জেরে উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস বলছে বুধবার সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির হবে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতায় উত্তর দিনাজপুর জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারের পর থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। জমিতে থাকা শস্যেরও ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ে ধসের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস বলছে আগামী দু'ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে চলেছে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান জেলায়।
কলকাতায় মঙ্গলবারের মত বুধবারও আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বলা ভাল হালকা মেজাজে বিক্ষিপ্ত ভাবে জারি থাকবে বৃষ্টির ধারা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৮২ শতাংশ।