বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে চর্চায় রয়েছেন হুগলির সাংসদ। তিনি শিবির বদল করতে পারেন বলে খবর ভাসছে।
আসলে এদিন সকালে চুঁচুড়ার জোড়াঘাটে তর্পণ করতে নেমেছিলেন লকেট। বিজেপির যেসকল কর্মী শহিদ হয়েছেন তাঁদের জন্যই এই তর্পণ বলে জানান লকেট।
"পিতৃ পক্ষের অবসান দেবী পক্ষের সূচনা"
— Locket Chatterjee (@me_locket) October 6, 2021
"শুভ মহালয়ার শুভেচ্ছা "🌸
মহালয়ার পূর্ণ তিথিতে ভারতীয় জনতা পার্টির সকল শহীদ-র আত্মার শান্তির কামনা এবং পিতৃ পুরুষের উদ্দেশ্যে বিধি পূর্বক তর্পণ অনুষ্ঠান সম্পাদনে সকলের মঙ্গল কামনা করি।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। pic.twitter.com/ykd0G1nv4e
তর্পণ সেরে লকেট বলেন, ‘‘বিধানসভায় আমরা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছি। বিধায়কের সংখ্যা তিন থেকে ৭৭-এ পৌঁছেছে। এটা তো আমাদের সাফল্য। আমরা মহিলাদের অধিকার নিয়ে লড়াই করেছি। মানুষ সেটা বুঝতে পেরেছেন। আগামী দিনেও আমরা এই লড়াই করব। তাই যাঁরা শুধুমাত্র লাভের জন্য বিজেপি-তে এসেছিলেন তাঁরা যত তাড়াতাড়ি দল ছাড়বেন ততই মঙ্গল।’’