scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Durga Puja Weather Forecast: অষ্টমী-নবমী-দশমীতে বৃষ্টির সম্ভাবনা, জানিয়ে দিল হাওয়া অফিস

Durga Puja Weather Forecast
  • 1/8

মহালয়াতেও কলকাতার আকাশ ছিল মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির খবরও পাওয়া গিয়েছে রাজ্যের নানা প্রান্ত থেকে। 

Durga Puja Weather Forecast
  • 2/8

এদিকে বোধনে বাকি এক সপ্তাহের কম সময়। টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। সোমবার থেকে বৃষ্টি কমলেও এখনও পুরোপুরি বিদায় নেয়নি সে।

Durga Puja Weather Forecast
  • 3/8

এর মাঝেই হাওয়া অফিসের পূর্বাভাস, পুজোর প্যান্ডেল হপিং করতে গেলে  সপ্তমীর মধ্যেই ঘুরে নিন। অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Advertisement
Durga Puja Weather Forecast
  • 4/8

আলিপুর আবহাওয়া দফতর বলছে পুজোর দিনগুলিতে  কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । 
 

Durga Puja Weather Forecast
  • 5/8

আন্দামান সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ‌। রবিবার অর্থাৎ ১০  অক্টোবর এই নিম্নচাপ তৈরি হবে। যার অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্র উপকূল। বাংলায় এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

Durga Puja Weather Forecast
  • 6/8

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে  শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বৃষ্টি বাড়বে অষ্টমী পুজোর দিন থেকে।

Durga Puja Weather Forecast
  • 7/8

 অষ্টমী নবমী দশমী তিনদিনই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

Advertisement
Durga Puja Weather Forecast
  • 8/8

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরে পুজোর কটা দিন পরিষ্কার আকাশ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement