scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Jhulan Purnima 2021 : ঝুলনে বিশেষ আকর্ষণ, করোনা হাসপাতাল গড়লেন হুগলির মৃৎশিল্পী

ঝুলনে করোনার হাসপাতাল
  • 1/6

আজ ঝুলন (Jhulan Purnima 2021)। সেই উপলক্ষ্যে নিজের হাতে গড়া মাটির পুতুল দিয়ে সম্পূর্ণ করোনা (Corona) হাসপাতাল তৈরি করে ফেললেন হুগলির (Hooghly) বলাগরের মৃৎশিল্পী তপতী মজুমদার। 

ঝুলনে করোনার হাসপাতাল
  • 2/6

দীর্ঘ ২৫ বছর ধরে ঝুলন উৎসবে মাটির পুতুল বানিয়ে চলেছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ঝুলনে তাঁর চমক করোনা হাসপাতাল।

ঝুলনে করোনার হাসপাতাল
  • 3/6

বিগত দেড় বছর ধরে ভারত তথা প্রায় গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা অতিমারী। এবার সেই অতিমারীর বিরুদ্ধে সচেতনতায় রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষ্যে গোটা একটা হাসপাতাল বানিয়ে ফেলেছেন তপতী মজুমদার। 

Advertisement
ঝুলনে করোনার হাসপাতাল
  • 4/6

সেখানে নিজের হাতে গড়া মাটির পুতুল দিয়ে করোনার ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে রোগীর স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি। পাশাপাশি সমাজকে সচেতন করতে ডাক্তার নার্স ও রোগীদের মুখে মাস্ক পরা পুতুলও রেখেছেন তিনি। এক জায়গায় আবার দেখা যাচ্ছে, খোলাবাজারে একজন মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় তাঁকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।

ঝুলনে করোনার হাসপাতাল
  • 5/6

মৃৎশিল্পী তপতী মজুমদার জানাচ্ছেন বাংলা পঞ্জিকা অনুযায়ী রবিবার সন্ধ্যা পর্যন্ত নিয়ম মেনে চলবে ঝুলনের পুজোপাঠ। তিনি আরও জানাচ্ছেন, দোলের পর ঝুলন পূর্ণিমাই হল বৈষ্ণবদের অন্যতম বড় উৎসব। 

ঝুলনে করোনার হাসপাতাল
  • 6/6

পৌরাণিক মত অনুসারে, এটি হল প্রেমের উৎসব। ঝুলনের দিনেই ভগবান শ্রীকৃষ্ণ লীলাসঙ্গিনী রাধারানীকে প্রেম নিবেদন করেছিলেন। এই দিনে দোলনায় রাধারানিকে প্রেম নিবেদন করেছিলেন শ্রীকৃষ্ণ। 

Advertisement