scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Raksha Bandhan 2021 : 'বীর দাদা'দের কুর্নিশ, দুর্গাপুরে জওয়ানদের রাখি পরালেন বোনেরা

জওয়ানদের হাতে বোনেদের রাখি
  • 1/5

দেশের জওয়ানদের হাতে রাখি পরালেন বোনেরা। সম্প্রীতির এই উৎসবে দুর্গাপুরের (Durgapur) বোনেরা কুর্নিশ জানালেন দেশের বীরেদের। দেশ রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, আজ তাঁদের হাতে রাখি (Raksha Bandhan 2021) পড়িয়ে দিলেন বোনেরা। 

জওয়ানদের হাতে বোনেদের রাখি
  • 2/5

দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের এমএএমসি টাউনশিপে এই সেনা জওয়ানদের হাতে রাখি পড়িয়ে দিলেন স্থানীয় মহিলারা। 

জওয়ানদের হাতে বোনেদের রাখি
  • 3/5

রাখি পরানোর পর বোনেরা জানাচ্ছেন, জীবনে সব থেকে খুশির দিন আজ। যাঁরা দেশকে জীবন দিয়ে রক্ষা করছেন, সেই দাদা-ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের আশীর্বাদ-ভালোবাসা পাওয়ার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না বলেই মনে করেন তাঁরা। 

Advertisement
জওয়ানদের হাতে বোনেদের রাখি
  • 4/5

অন্যদিকে যে হাতে অত্যাধুনিক অস্ত্র থাকে, সেই হাতে বোনেদের রাখি পেয়ে আপ্লুত জওয়ান ভাইয়েরাও। 

জওয়ানদের হাতে বোনেদের রাখি
  • 5/5

এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবব্রত সাঁই, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্ঠরা। দেবব্রত সাঁই বলেন, দেশের বিচ্ছিন্নতাকামী শক্তিকে পরাজিত করতে হবে। যারা এই দেশকে কুনজরে দেখছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে। 

Advertisement