scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

কয়েক মাসের ব্যবধান, এবার রাজীবের বিরুদ্ধে পোস্টার ডোমজুড়ে

রাজীবের নামে পোস্টার
  • 1/6

মাত্র কয়েক মাস আগের ঘটনা। পোস্টার পড়েছিল তাঁর নামে। লেখা ছিল, 'কাজের মানুষ কাছের মানুষ', 'ছাত্র যুবর নয়নের মণি'। 

রাজীবের বিরুদ্ধে পোস্টার
  • 2/6

এবারও ফের পোস্টার পড়ল তাঁর নামে। যদিও এবারের পোস্টারে অবশ্য তাঁর নাম নেই। নাম না করে গোটা ডোমজুড় জুড়ে পোস্টার পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে।

রাজীবের বিরুদ্ধে পোস্টার
  • 3/6

স্থানীয় তৃণমূল কর্মীদের তরফে সাঁটানো এই পোস্টারে কোথাও লেখা, 'তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার মিথ্যা মামলা যে বেইমান মীরজাফর গদ্দারের নেতৃত্বে হয়েছিল তাদের এই বাংলায় ঠাঁই নেই'। কোথাও আবার লেখা, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের কর্মীদের আবেদন, সেচ দফতরে তদন্ত কমিটি বসিয়ে দুর্নীতিগ্রস্থ গদ্দারদের অবিলম্বে গ্রেফতার করতে হবে'। 

Advertisement
রাজীবের বিরুদ্ধে পোস্টার
  • 4/6

এমনকী রাজীব বন্দ্যোপাধ্যায়কে যাতে পুনরায় দলে না নেওয়া হয়, সেই আবেদনও নেত্রীর কাছে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীর। 

রাজীবের বিরুদ্ধে পোস্টার
  • 5/6

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনে ডোমজুড় কেন্দ্রে পরাজিত হন তিনি। 

রাজীবের বিরুদ্ধে পোস্টার
  • 6/6

তারপর থেকেই দলের মধ্যে বেসুরো রাজীব। আর মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'সমালোচনা তো অনেক হল..... মানুষের বিপুল সমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি ও ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা'। রাজীবের এই পোস্টের পরেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা আরও জোড়ালো হয়। এবার তাই তাঁর ফেরার সম্ভাবনার বিরুদ্ধে এই প্রতিবাদ তৃণমূল কর্মীদের। 
 

Advertisement