scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু, পালটা বিক্ষোভে রণক্ষেত্র বরাকর

জ্বলছে পুলিশের গাড়ি
  • 1/6

পুলিশ হেফাজতে থাকাকালীন যুবকের রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কুলটির বরাকর পুলিশ ফাঁড়ি এলাকা। মহম্মদ আরমান নামে ওই যুবকের মৃত্যু হয় আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে। 

পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল
  • 2/6

মঙ্গলবার আরমানের মৃত্যুর খবর পেয়েই তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

উত্তপ্ত বরাকর
  • 3/6

আরমানের পরিবার ও স্থানীয়দের দাবি, সোমবার আরমানকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর ওপর অত্যাচার চালান হয়। সেই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে আরমানের। 

Advertisement
উত্তপ্ত বরাকর
  • 4/6

ক্রমে বিক্ষোভ কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ইটপাটকেল ছোড়া হয় ফাঁড়িতে। দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় দোকান বাজার। 

উত্তপ্ত বরাকর
  • 5/6

এরপর কুলটি থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, ছিনতাইয়ের অভিযোগ মহম্মদ আরমানকে সোমবার রাতে আটক করে পুলিশ।

উত্তপ্ত বরাকর
  • 6/6

কিন্তু কীভাবে আরমান জেলা হাসপাতালে পৌঁছাল ও তার মৃত্যু হল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement