বিধান পরিষদ (Vidhan Parishad) তৈরির প্রস্তাব পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন চলাকালিনই বিধান পরিষদ তৈরির কথা উত্থাপন করেন মমতা। জানা যাচ্ছে, বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় ২৯৪টি আসন রয়েছে। আর যদি বিধান পরিষদ গঠন হয় তবে তাতে ৯৮টি আসন থাকতে পারে। কারণ বিধান পরিষদের আসন সংখ্যা বিধানসভর আসন সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে বেশি করা যায় না।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধান পরিষদ গঠনের প্রস্তাব দিলেও সেখানে আরও কিছু নিয়ম রয়েছে। বিধানসভায় প্রস্তাব পাশের পর তা সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভায় পাশ করাতে হবে। এককথায় বলতে গেলে কেন্দ্রের মোদী সরকার মঞ্জুর না করলে বিধান পরিষদ গঠন সম্ভব নয়।
বাংলায় বিধান পরিষদের ইতিহাস
বাংলায় ৫ দশক আগে বিধান পরিষদের উপস্থিতি ছিল। কিন্তু পরে তার অবলুপ্তি ঘটান হয়। স্বাধীনতার পর ১৯৫২ সালের ৫ জুন ৫১ জন সদস্যকে নিয়ে বিধান পরিষদ গঠন করা হয়। পরে ১৯৬৯ সালের ২১ মার্চ তা তুলে দেওয়া হয়। তবে ২০১১ সালে ক্ষমতায় এসেই পুনরায় বিধান পরিষদ গঠনের কথা বলেন মমতা।
আর কোথায় কোথায় রয়েছে বিধান পরিষদ?
প্রসঙ্গত বর্তমানে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশে বিধান পরিষদ রয়েছে। এর আগে জম্মুকাশ্মীরেও বিধান পরিষদ ছিল। তবে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকেই তার স্বীকৃতি শেষ হয়ে যায়।