আপাতত ভারী বৃষ্টি কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা ও হুগলিতে।
কিছুটা বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন - ডিম ভাল না পচা, চিনে নিন এই সহজ উপায়গুলিতে
পাশাপাশি কলকাতাতেও (Kolkata) আগামী ২-৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) ৬ তারিখ পর্যন্ত মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী ২৪ ঘণ্টায় ওপরের ৫টি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।