দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে।
কোন কোন জেলায় বৃষ্টি: আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির পাশাপাশি শনিবার সন্ধ্যার মতোই ঝোড়ো হাওয়া দিতে পারে বলে বলা হয়েছে পূর্বাভাসে। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে।