scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS: দোরগোড়ায় দোল, নদিয়ায় তৈরি হচ্ছে 'নিরাপদ' ভেষজ আবীর

ভেষজ আবীর
  • 1/5

সামনেই দোল, সঙ্গে ভোট উৎসব। সেই উপলক্ষ্যে নদিয়ার (Nadia) শান্তিপুরের কিষান স্বরাজ সমিতিতে মঞ্জুরী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যস্ত ভেষজ আবির (Herbal Abir) তৈরিতে। 

ভেষজ আবীর
  • 2/5

পাহাড়ি গাছ মঞ্জিষ্ঠার শিকড় থেকে লাল, তুঁতে গাছ থেকে নীল , সিম, শসা সহ নানান পাতা থেকে সবুজ , কমলালেবুর খোসা থেকে গেরুয়া, গাঁদা ফুল থেকে হলুদ এবং পুঁই মেটুলি থেকে রানি সহ মোট ১০টি রঙে অ্যারারুট মিশিয়ে চলছে আবীর তৈরি। 

ভেষজ আবীর
  • 3/5

আবীরের রং গাঢ় হবে না হালকা, তা নির্ভর করছে মিশ্রণের ওপরে। এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মোট ৯ জন। 

Advertisement
ভেষজ আবীর
  • 4/5

সংসারের কাজকর্ম সেরে, দুপুর দুটোর মধ্যে তাঁরা পৌঁছে যান শান্তিপুর দত্তপাড়ার কিষান স্বরাজ সমিতির দফতরে। তারপর সেখানেই চলে আবীর তৈরি।

ভেষজ আবীর
  • 5/5

আবীর ভেষজ হওয়ায় এর থেকে কোনও ক্ষতির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আপাতত ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আবীর। আর চাহিদাও বেশ ভালই।

Advertisement