ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর হাতে উদ্ধার হওয়া গোখরো, দাঁড়াশ ও বেলেবোরা সাপগুলির ঠিকানা হতে পারে কলকাতা চিড়িয়াখানা। বনদফতর সূত্রে এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে পাচারের সময় ২৯টি বেলেবোরা, ১টি গোখরো ও ১টি দাঁড়াশ সাপ উদ্ধার করে বিএসএফ। উদ্ধারের পর সাপগুলিকে তুলে দেওয়া হয় রানাঘাট বনদফতরের হাতে।
জানা গিয়েছে, সোমবার সকালে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফতেপুর আউট পোস্টের কাছে তিন-চারজন পাচারকারী কয়েকটি ড্রাম নিয়ে প্রতিবেশী দেশ থেকে এই দেশের দিকে আসছিল।
সেই সময় বিএসএফ-এর জওয়ানরা চ্যালেঞ্জ করলে, ড্রামগুলি ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পড়ে থাকা ড্রামগুলিতে তল্লাশি মোট ৩১টি সাপ উদ্ধার হয়।
সীমান্তে উদ্ধার হওয়া ওই সাপগুলিকে রানাঘাট বনদফতরের হাতে তুলে দেয় বিএসএফ। বর্তমানে রানাঘাট বনদফতরেই সংরক্ষিত রয়েছে সাপগুলি।