দেশের প্রত্যেককে করোনার ভ্যাকসিন (Vaccination) দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকারে উদ্যোকে এবং স্পিড এনডিও-র ব্যবস্থাপনায় ভ্যাকসিন দেওয়া হল যৌনকর্মী ও কিন্নরদের।
সোমবার বর্ধমান শহরের যৌনপল্লী মহাজনটুলি ও বাস স্ট্যান্ড এলাকার ১৮৭ জন যৌনকর্মী এবং বর্ধমান, ভাতার ও মেমারী ব্লকের মোট ৪২ জন কিন্নরকে প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়।
যৌনকর্মীদের অনেকেই এদিন স্বতঃস্পূর্ত ভাবে ভ্যাকসিন নেন। অন্যদিকে কেউ কেউ আবার ভ্যাকসিন নিতে চান না বলেও জানা গিয়েছে।
তবে টিকা পেয়ে খুশি কিন্নররা। এমনকী এই টিকাকরণের পক্ষে প্রচার চালাবেন বলেও জানিয়েছেন কিন্নরদের কেউ কেউ।
অন্যদিকে এনজিও-র এক কর্মী জানান, দীর্ঘদিন ধরেই তাঁরা এখানে কাজ করছেন। টিকা নিয়ে কারও কারও মধ্যে ভ্রান্ত ধারনা রয়েছে, তাই তাঁদের বোঝাতে কিছুটা মুশকিল হচ্ছে। থার্মাল স্ক্রিনিং-এর পরেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মী। যাঁরা ভ্যাকসিন নিলেন তাঁদের পরে দ্বিতীয় ডোজও দেওয়া হবে বলে জানান তিনি।