scorecardresearch
 

Arjun Singh: '১৫টি বোমা, এক ডজনেরও বেশি রাউন্ড গুলি,' বলছেন অর্জুন, কারা হামলা চালাল?

মজদুর ভবনে হামলা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস ও পুলিশকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, আচমকা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়।

Advertisement
১৫টি বোমা, এক ডজনেরও বেশি রাউন্ড গুলি,' বলছেন অর্জুন, কারা হামলা চালাল? ১৫টি বোমা, এক ডজনেরও বেশি রাউন্ড গুলি,' বলছেন অর্জুন, কারা হামলা চালাল?
হাইলাইটস
  • ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে
  • পুলিশ তদন্ত শুরু করেছে

মজদুর ভবনে হামলা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস ও পুলিশকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর অভিযোগ তুলেছেন তিনি। শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, আচমকা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। এছাড়াও বোমা ছোড়া হয়। তাঁর পায়ে আঘাত লেগেছে বলে দাবি করেছেন অর্জুন। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে।

ঘটনার পরেই অর্জুন সংবাদমাধ্যমকে বলেন, 'আমার সিকিউরিটিদের ওপরে হামলা করেছে। ইট-পাথর-গুলি-বোম সব চালিয়েছে। আমার পায়ে লেগেছে। নমিত সিং জেহাদিদের নিয়ে পুরো হামলাটা করেছে। পুলিশের সামনেই হয়েছে সব, পুলিশ এখানে উপস্থিত। পুলিশ দিয়ে কী লাভ। পুলিশ আর ক্যামেরা আছে আমাদের ওপরে হামলা করানোর জন্য। ক্যামেরাতে সব ধরা পড়ে কী হবে। ১০০ শতাংশ খুন করার চক্রান্ত। সকাল সকাল না হলে কেন হামলা করা হল। সকাল সকাল তো মারার জন্য হামলা হয়। অমিত শাহকে জানাব। মানুষকে নিয়ে লড়াই করতে হবে।'

পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, 'আজ সকালে, যখন সবাই নবরাত্রির পুজোয় ব্যস্ত, তখন NIA মামলার অভিযুক্ত ও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং ও স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে কিছু জেহাদি এবং গুণ্ডা আমার অফিস-কাম-বাসস্থান মজদুর ভবনে হামলা চালায়। স্থানীয় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে কারণ গুণ্ডারা পুলিশের সামনেই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করছিল। প্রায় ১৫টি বোমা ছোড়া হয়েছিল,এক ডজনেরও বেশি রাউন্ড গুলি চালানো হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ এখন তৃণমূলের হাতের পুতুল হয়ে উঠেছে। লজ্জাজনক!'

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। বিজেপি তাঁকেই প্রার্থী করে। যদিও তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে তাঁকে হারতে হয়। ২০২১ সালেও অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ! সম্প্রতি কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, ‘প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও বিপজ্জনক মনোজ ভার্মা। সিপিএমের জামানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। তারপর ব্যারাকপুরে চার বছর থেকে গুন্ডা তৈরি করেছেন। তাঁরা কেউ এখন কাউন্সিলর, কেউ বিধায়ক, কেউ চেয়ারম্যান হয়েছেন। ২০১৯ সালে ব্যারাকপুরে পুলিশকে দিয়ে দুজন নিরীহ ছেলেকে গুলি করিয়েছেন।’ তাঁর আরও দাবি, ‘মনোজ ভার্মা অদ্ভুত ক্যারেক্টার। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোজ ভার্মাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন।’

Advertisement

Advertisement