Bangladeshi Arrested: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে এক নাবালক সহ ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো রানাঘাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বহিরগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে ৩ বাংলাদেশি নাগরিক আত্মগোপন করে আছে। আর এর পরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক নাবালক ও দুই ব্যক্তি সহ ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে।
অন্যদিকে রবিবার রাতে নাইট পেট্রলিং চালানোর সময় হাঁসখালি থানার পুলিশ বড় চুপরিয়া এলাকা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা রবিবার রাতেই বর্ডার পেরিয়ে এদেশে এসেছিল। সোমবার ধৃত ৬ জন কেই আদালতে পাঠিয়েছে ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার ধানতলা থানার কানিবাবনি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন কয়েক জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলা ও তিন জন পুরুষ। সঙ্গে ছিলেন তিন দালাল। সূত্র মারফত সেই খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনও বৈধ ভিসা-পাসপোর্ট না থাকায় পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
গত শুক্রবারও চার জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে। পুলিশ সূত্রে খবর, তাঁরা দু’দিন কৃষ্ণগঞ্জে এক জনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের কাছে বৈধ ভিসা এবং পাসপোর্ট ছিল না। এ নিয়ে নদিয়ায় এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। তাঁদের মধ্যে আট বাংলাদেশি। তিন জন ভারতীয় দালাল। মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকা থেকেও এক জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।