scorecardresearch
 

Anubrata Mondal: কাজল-কেষ্ট দ্বন্দ্বে ইতি? বীরভূমের TMC জেলা কোর কমিটিতে অনুব্রত

Anubrata Mondal: জেল থেকে ফেরার পর বীরভূমে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সংঘাতের খবর আসছিল। শনিবার বীরভূমে তৃণমূল কোর কমিটির বৈঠকের পর সেই সংঘাত খানিকটা মিটল বলেই মনে করা হচ্ছে। কারণ জেলা সভাপতি অনুব্রতকে কোর কমিটিতে যুক্ত করে সেই জল্পনায় জল ঢালল তৃণমূল।

Advertisement
কাজল-কেষ্ট দ্বন্দ্বে ইতি? বীরভূমের TMC জেলা কোর কমিটিতে অনুব্রত কাজল-কেষ্ট দ্বন্দ্বে ইতি? বীরভূমের TMC জেলা কোর কমিটিতে অনুব্রত

Anubrata Mondal: বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটিতে অন্তর্ভুক্ত হলেন অনুব্রত মণ্ডল। শনিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষে এমনই জানালেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরী। এদিন তিনি জানান, অনুব্রত মণ্ডল জেলা সভাপতি পদে রয়েছেনই। তার সঙ্গেই কোর কমিটিরও চেয়ারম্যান পদও সামলাবেন। 

এ ছাড়াও সকলকে একসঙ্গে নিয়ে চলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। এরপর থেকে প্রত্যেক মাসেই কোর কমিটির বৈঠক করা হবে। আগামী ১৫ ডিসেম্বর রামপুরহাটে বৈঠক হবে। সেদিন সিদ্ধান্ত হবে পরবর্তী কোন তারিখে পরবর্তী বৈঠক হবে। তবে বৈঠক হবে সিউড়িতে বলে ঠিক রয়েছেন। অন্যদিকে কাজল শেখ জানান দলীয় অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

জেল থেকে ফেরার পর বীরভূমে অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সংঘাতের খবর আসছিল। শনিবার বীরভূমে তৃণমূল কোর কমিটির বৈঠকের পর সেই সংঘাত খানিকটা মিটল বলেই মনে করা হচ্ছে। কারণ জেলা সভাপতি অনুব্রতকে কোর কমিটিতে যুক্ত করে সেই জল্পনায় জল ঢালল তৃণমূল। অর্থাৎ ৬ থেকে বেড়ে বীরভূম জেলার কোর কমিটির সদস্য সংখ্যা হল ৭ জন৷ 

এদিন প্রায় ১ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। তারপর সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোর কমিটির আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কাজল শেখকে পাশে বসিয়ে কেষ্ট-কাজল দ্বন্দ্বের 'যবনিকা হল' বলে মন্তব্য করেন আহ্বায়ক। এবার থেকে প্রত্যেক কোর কমিটির বৈঠকে কোর কমিটির সদস্য হিসেবে উপস্থিত থাকবেন অনুব্রত ৷ এমনটাই সিদ্ধান্ত হয়েছে৷ একসঙ্গে চলার বার্তা দিয়েছেন কেষ্ট-কাজল।

গরু পাচার মামলায় প্রায় দেড় বছর পর জামিনে মুক্ত হয়ে জেলায় ফিরেছেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পুজোর আগে জেলায় ফেরার পরই রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন কেষ্ট।

 

Advertisement

Advertisement