scorecardresearch
 

BJP in Bengal: শমীকের পর এবার বীরভূমের জেলা সভাপতি, বিয়েবাড়িতে বর-কনেকে BJP-কে সদস্য করলেন

কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট  বেধে দিয়েছে তাই কোনও ভাবেই এক মুহূর্ত সময় নষ্টে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন দ্রুত বিজেপির সদস্যপদ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ লক্ষ্যপূরণ করতে হবে যে। কিন্তু এবার যা ঘটল তা সব কিছুই ছাপিয়ে গিয়েছে।

Advertisement
পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি

টার্গেটের চাপ? না হলে বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে গিয়েও বিজেপি সদস্য করাতে ব্যস্ত রাজ্য বিজেপি-র নেতারা। ইতিমধ্যেই বিয়েবাড়িতে কনেকে মিসড কলের মাধ্যমে বিজেপি সদস্য করিয়ে ভাইরাল হয়েছেন। এবার আরেক বিজেপি নেতাও একই কাজ করলেন। বীরভূমের রামপুরহাটে বিয়ের আসরে গিয়ে ছাতনাতলায় নবদম্পতিকে বিজেপি সদস্য করলেন জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা।  
 
কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট  বেধে দিয়েছে তাই কোনও ভাবেই এক মুহূর্ত সময় নষ্টে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন দ্রুত বিজেপির সদস্যপদ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ লক্ষ্যপূরণ করতে হবে যে। কিন্তু এবার যা ঘটল তা সব কিছুই ছাপিয়ে গিয়েছে। বিয়ের ছাতনা তলায় গিয়েও সদস্যপদ সংগ্রহ করছে বিজেপি নেতৃত্ব! নব দম্পতিকে বিজেপি সদস্য পদে গ্রহণ করালেন জেলা সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই চারিদিকে দেখুন কী কাণ্ড। বলা চলে হই হই রব। এই ঘটনা বীরভূমের রামপুরহাটের।

ছাতনাতলা তে নবদম্পতিকে বিজেপি সদস্য পদ গ্রহণ করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হতেই চারিদিকে যেন হই হই শুরু হয়ে গেল। প্রসঙ্গত, বিজেপির নয়া কর্মসূচি মোবাইল থেকে মিস কল দিয়ে বিজেপির সদস্য পদ গ্রহণ করানো। এখানে বিয়ে বাড়িকেই কাজে লাগাল বিজেপি নেতৃত্ব। বীরভূমের রামপুরহাটের নলোটি গ্রামে বিবাহ অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার। বিজেপি জেলা সভাপতি অনুষ্ঠানে যোগ দিয়ে বিয়ের ছাতনাতলাতে নব দম্পতিদের মোবাইল নিয়ে মিস কল দিয়ে বিজেপি সদস্য পদ গ্রহণ করান,নববধূ ও জমাইকে।

 বিজেপি জেলা সভাপতি এ প্রসঙ্গে বলেছেন যে আমরা সমস্ত সমাজিক কাজের সঙ্গে মনে করছি রাজনৈতিক পার্টি সঙ্গে যুক্ত হাওয়াও সামাজিক কাজ। রাজনীতি যখন বিপন্ন হয় তখন সামাজিক দিক ও বিপন্ন হয়। যে ক্ষেত্রে বাংলায় একটা বর্বর সরকার চলছে নর খাদক সরকার চলছে । এক কথায় বলা যেতে পারে সম্প্রদায়ীক সরকার চলছে।
পার্টির কর্মীর তরফে তাদেরকে শুভ কামনা যানায়।

আরও পড়ুন

Advertisement

কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বীরভূমে।  কিন্তু তার মধ্যেই তলায় তলায় গুটি সাজাতে শুরু করে দিয়েছে বিজেপি। সেই কাজকে আরও এগিয়ে দিতে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু তা হলে বিয়ে বাড়িতে?

রিপোর্টার: শান্তনু হাজরা

Advertisement