বঙ্গোপসাগরের নিম্নচাপ যে ঘূর্ণিঝড়েরই (Cyclone Remal) রূপ নেবে, তা স্পষ্ট করে দিয়েছে মৌসম ভবন (IMD)। নিয়মমাফিক এই সাইক্লোনটির নাম রিমাল (Remal) হতে পারে। যদিও হাওয়া অফিস এখনও আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করেনি। Remal নামটি দেওয়া ওমানের।
কবে থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ?
IMD জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপটি গত ১২ ঘণ্টায় উত্তর-পূর্বে সরেছে। এখনও পর্যন্ত যা গতিবিধি, তাতে নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে সরে মধ্য বঙ্গোপসাগরে জমাট বাঁধবে আজ অর্থাত্ ২৪ মে।
ঠিক কবে ও কোন সময় ঘূর্ণিঝড়ের রূপ নেবে?
দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, ২৫ মে অর্থাত্ শনিবার ওই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে ও ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপর তা সরবে উত্তরের দিকে এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছে যাবে। ২৬ মে অর্থাত্ রবিবার মধ্যরাতে ঝড়টি অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে (Severe Cyclone) পরিণত হয়ে যাবে ও আছড়ে পড়বে।
গতিবেগ কত হতে পারে ওই ঘূর্ণিঝড়ের?
আজ অর্থাত্ ২৪ মে বঙ্গোপসাগরের নিম্নচাপটির ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হবে ৪০ থেকে ৫০ কিমি প্রতিঘণ্টা। আজ রাতে তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতিঘণ্টা। ২৫ মে অর্থাত্ শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে ওই নিম্নচাপ। সর্বোচ্চ গতিবেগ হবে ৬০ থেকে ৭০ কিমি প্রতিঘণ্টা। ২৫ মে সন্ধ্যায় ওই ঝড়ের গতি সর্বোচ্চ হবে ১০০ কিমি প্রতিঘণ্টা। ২৬ মে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। গতিবেগ সর্বোচ্চ হবে ১১০ থেকে ১২০ কিমি প্রতি ঘণ্টা।