scorecardresearch
 

Bhatar Hospital: 'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের

'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে এই হুমকি দিয়ে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে।

Advertisement
'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের 'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি সিভিক ভলান্টিয়ারের
হাইলাইটস
  • 'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে এই হুমকি দিয়ে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার
  • ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে

'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে এই হুমকি দিয়ে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ, নাইট ডিউটি ​​করার সময় মহিলা ডাক্তারের সঙ্গে মত্ত অবস্থায় দুর্ব্যবহার করেন ওই সিভিক ভলান্টিয়ার। চিকিৎসক অভিযোগ দায়ের করার পরে সুশান্ত রায় নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। মহিলার অভিযোগ অনুসারে, সুশান্ত ওই মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন যে তাঁরও পরিণতি হবে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতা মহিলা ডাক্তারের মতোই। অভিযোগ সুশান্ত ওই মহিলা চিকিৎসককে উদ্দেশ্য করে বলেন, 'দেখেছেন আরজি কর হাসপাতালে কী হয়েছে? এটা আপনার সঙ্গেও হতে পারে।'

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, 'আমরা জেনেছি অভিযুক্ত ব্যক্তি চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন এবং তাঁর চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় মহিলা ডাক্তারকে হুমকি দিয়েছিলেন।'

জেলা ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার সুবর্ণা গোস্বামী জানিয়েছেন অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। তিনি বলেন, 'পাঞ্জাব থেকে মণিপুর পর্যন্ত, সারাদেশের মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে একজন মাতাল সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় একজন মহিলা ডাক্তারকে হুমকি দিয়েছেন। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। পুলিশই জানাতে পারে কেন সিভিক ভলান্টিয়ার ওই কথা বলেছেন।'

হাসপাতালের এক মহিলা চিকিৎসক বলেন, 'গত রাতে এক ব্যক্তি হাসপাতালে এসে আমাদের মহিলা মেডিকেল অফিসারকে হুমকি দিয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছি। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার রেফারেন্সে কর্তব্যরত অফিসারকে হুমকি দেওয়া হয়েছিল।

Advertisement
TAGS:
Advertisement