পশ্চিমবঙ্গে ৬টি কেন্দ্রে আজ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। শীতের শুরুতেই ভোট। আবহাওয়া মনোরম থাকায় ভোট দেওয়ার উত্সাহও চোখে পড়ছে। সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া ও মাদারিহাটে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। ৬টি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রটি বিজেপি-র দখলে ছিল। বাকি ৫টিই তৃণমূল কংগ্রেসের। উপনির্বাচনে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কেমন ফল করে সেটাই দেখার। অন্যদিকে আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম নির্বাচন চলছে। ফলে আরজি কর আন্দোলনকে হাতিয়ার করে পথে নেমেছে বামেরাও। নৈহাটিতে এই প্রথম সিপিএমএল লিবারেশনের সঙ্গে জোট করে লড়ছে বামফ্রন্ট। আরজি কর আন্দোলনের ফসল উপনির্বাচনে বামেরা তুলতে পারে কিনা, তাও নজরে থাকবে। কেমন চলছে রাজ্যে উপনির্বাচন, ভোটের সব খবর সবার আগে, রইল লাইভ আপডেট।
ভোটদানে এগিয়ে বাঁকুড়ার তালড্যাংরা
সকাল ৯টা পর্যন্ত বাংলার ছয় আসনের মধ্যে ভোটদানের হারে এগিয়ে বাঁকুড়ার তালড্যাংরা। ওই বিধানসভা আসনে ভোট পড়েছে ১৮ শতাংশ। এ ছাড়া নৈহাটিতে ১৪.৫১ শতাংশ, হাড়োয়ায় ১৪.৮, মেদিনীপুরে ১৪.৩৬ এবং মাদারিহাটে ১৫ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে সিতাইয়ে (১২ শতাংশ)।
জগদ্দলে শ্যুটআউট, জখম ১
নৈহাটিতে চলছে উপনির্বাচনের ভোটদান। এহেন সময়ে জগদ্দলে চলল গুলি। চায়ের দোকানে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। জখম এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোমাবাজিও হয়েছে।
হাড়োয়া ও নৈহাটিতে ভোটদানের হার
সকাল ৯টা পর্যন্ত নৈহাটিতে ভোটদানের হার ১৪.৫১ শতাংশ ও হাড়োয়াতে ভোটদানের হার ১৪.৮ শতাংশ।
শুভেন্দুর গুরুতর অভিযোগ
মেদিনীপুরে বিজেপি কার্যকর্তাকে বাড়িতে আটকে রাখার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটপ্রক্রিয়ায় যাতে অংশ না নিতে পারেন, তাই পুলিশ দিয়ে বাড়িতে আটকে রাখার অভিযোগ। একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। ভিডিওটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।
Mamata Police are adopting desperate measures to influence the Voting process to extend an upper hand to the TMC Party.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 13, 2024
Nayan Dey; an important BJP Karyakarta of Chandra GP; Midnapore Sadar Block, is not being allowed to step outside of his house.
His house is being constantly… pic.twitter.com/p8v7kisUPc
নৈহাটিতে মডেল পোলিং স্টেশন
নৈহাটিতে মডেল পোলিং স্টেশনে নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ।
Poll process is going on smoothly at a model polling station of 104- Naihati AC under North 24 Parganas district, West Bengal.#ByeElection2024 #ReadyToVote@ECISVEEP@SpokespersonECI@rajivkumarec@anuj_chandak pic.twitter.com/EZ1NamfUfM
— CEO West Bengal (@CEOWestBengal) November 13, 2024
কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নিরাপত্তায় ভোট
সিতাইয়ে ১৮ কোম্পানি, মাদারিহাটে ১৮, নৈহাটিতে ১৩, হাড়োয়ায় ১৮, মেদিনীপুরে ১৯ এবং তালড্যাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১০২ কোম্পানি রয়েছে বুথের দায়িত্বে আর বাকি ৬ কোম্পানি পাহারা দেবে স্ট্রংরুম।
ভোট দিলেই উপহার চারাগাছ
বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে ফুলমতি হাইস্কুলে ভোট দিলেই উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি চারাগাছ। ভোটদানে উত্সাহ ও প্রকৃতি সচেতন করতে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
#WATCH | Paschim Medinipur, West Bengal: Preparations are underway at a Sritikona Arabinda High School polling booth, ahead of the by-poll elections today. pic.twitter.com/b7mW22e0LC
— ANI (@ANI) November 13, 2024
বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ
নৈহাটির ৬৩ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র ঘটনাস্থলে রয়েছেন। তিনিই বিজেপি এজেন্টকে বুথে বসান। বলেন, ‘কমিশনের কাছে বিষয়টি জানাব।’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
সকাল ৭টা থেকে চলছে ভোটগ্রহণ
তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও মাদারিহাটে চলছে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট পর্ব।