scorecardresearch
 

Bengal Winter Update: উত্তুরে হাওয়ার খেলা শুরু,এই সপ্তাহে আরও ৩ ডিগ্রি নামবে পারদ, জাঁকিয়ে শীত কবে?

তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এই মনোরম আবহাওয়া থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ছে কবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 সপ্তাহভর রাজ্যজুড়েই শীতের আমেজ সপ্তাহভর রাজ্যজুড়েই শীতের আমেজ

তাপমাত্রার পারদ ক্রমেই নিম্নমুখী। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এই মনোরম আবহাওয়া থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ছে কবে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে কেমন থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে  রাজ্যজুড়েই । আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শহর থেকে জেলা, নামতে শুরু করেছে তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে। আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ  উত্তুরে হাওয়াতে সপ্তাহভর মনোরম পরিবেশ থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কমছে। তবে  মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে ঘন কুয়াশা
আবহাওয়া দফতর র সূত্রে খবর, উত্তরবঙ্গের  তাপমাত্রা আগের থেকে কমেছে। রয়েছে কুয়াশার দাপটও। উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে হিমালয় সংলগ্ন এলাকায়। তারপরের দুদিন রাতের তাপমাত্রায় হেরফের হবে না। এককথায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও মনোরম আবহাওয়া। তবে  মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অংশে কুয়াশা অস্বস্তি বাড়াবে সকলের দিকে। বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশার থাকবে আগামী কয়েক দিন।

আরও পড়ুন

কলকাতার আপডেট
 হাওয়া বদল হয়েছে কলকাতারও। রবিবার আরও নেমেছে  কলকাতার দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্র। এদিনও পরিস্থিতির পদল হয়নি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। এটাই এই মরসুমের শীতলতম দিন। হালকা শীতের আমেজ রয়েছে শহরে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

জাঁকিয়ে শীত কবে? 
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে পারদ পতন শুরু হবে । তৃতীয় সপ্তাহে শীতের আমেজ মিলতে শুরু করবে । সেইমতো মোটের উপর তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্যজুড়েই। ঠান্ডার আমেজ জেলায় জেলায়। তবে জাঁকিয়ে ঠান্ডা  কবে থেকে পড়বে এ ব্যাপারে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।  প্রসঙ্গত বঙ্গে শীতের আগমনের কোনও নির্দিষ্ট দিন নেই । সাধারণত, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত শুরু হয় বঙ্গে।

Advertisement