১৬ সিটের ইলেকট্রিক বাস বানিয়ে তাক লাগিয়ে দিলেন বাঁকুড়ার চঞ্চল সিং। সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারিতে চালিত এই বাস একবার চার্জেই ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। মাত্র ৩-৩.৫ ঘণ্টায় পুরো চার্জ হয় এই বাসটি। উচ্চ মানের মেটেরিয়াল এবং উন্নত সাসপেনশন দিয়ে তৈরি, এই বাসে আরাম করে বসতে পারবেন প্রায় ১৬ জন প্রাপ্তবয়স্ক। চঞ্চল সিং এর আগেও ইলেকট্রিক জিপ এবং টোটো তৈরি করেছেন। বাঁকুড়ার প্রান্তিক অঞ্চল থেকেও এমন অসাধারণ উদ্ভাবনী প্রতিভা সবার নজর কেড়েছে। দেখুন সেই ভিডিও!