পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। ভোটপর্ব মিটে যাওয়ার পরও ভাইজানের ভাঙড় থেকে উত্তেজনার খবর আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন বড় সিদ্ধান্ত। এবার ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আসতে চলছে। কলকাতা লাগোয়া ভাঙড় 1 এবং 2 নম্বর ব্লকের অনেক জায়গায় এখনও অশান্ত গন্ডগোল চলছে। আর সেখানে বোমা বা গুলি মেলা তো রোজের ঘটনা হয়ে গেছে। হিসাব বলছে এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। তাই বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত ভাঙড়ের দুটি থানা কাশিপুর ও ভাঙড়কে এবার কলকাতা পুলিশের আওতায় আনতে চলেছে রাজ্য সরকার। বুধবার এই কথায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Chief Minister Mamata Banerjee Decided To Take Bhangar Under Kolkata Police Jurisdiction