scorecardresearch
 
Advertisement

Adhir Chowdhury : 'আলাদা করে পশ্চিমবঙ্গ দিবস পালনের দরকার নেই' মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর

Adhir Chowdhury : 'আলাদা করে পশ্চিমবঙ্গ দিবস পালনের দরকার নেই' মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর

দিল্লিতে এখন TMC-র সঙ্গে এখন মাখোমাখো সম্পর্ক অধীর চৌধুরীর। তবে বাংলায় সম্পর্কটা সেই আদায় কাঁচকলার মতো। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা থেকে বললেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। সেই নিয়ে অধীর বাবু যে চুপ থাকবেন না, সেই বোঝাই যাচ্ছিল। পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, যা ভারত তাই ইন্ডিয়া যা ইন্ডিয়া তাই ভারত। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গ দিবস হবে না বাংলা দিবস হবে তাই নিয়েও অপ্রাসঙ্গিক আলোচনার বাতাবরণ তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গ দিবস বলে আলাদা করে কিছু হয় কিনা, সেটা তাঁর জানা নেই। তাই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, সাধারণ মানুষ ঠিক করুক বিষয়টা। কারণ বাংলা কোনও MLA-র একার নয়। তিনি আরও বলেন, BJP একটা দিবস করল বলে TMC-কেও একটা দিবস করতে হবে, সেটা ঠিক নয়। দিবস পালনের জন্য একটু জ্ঞান থাকার দরকার। BJP জাল ফেললে সেই জালে আমরা কেন পা দেবো?

Congress mp Adhir Chowdhury said why bangla dibas need for bengal

Advertisement